বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ১২ মে ২০২৪ ১৩ : ৩৫Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: একদিকে যেখানে সন্দেশখালি নিয়ে একের পর এক ভিডিও ভাইরাল হয়েছে সেখানে রবিবার ভাটপাড়ায় অর্জুন সিংয়ের হয়ে প্রচারে এসে প্রধানমন্ত্রীর মুখে ফের সেই সন্দেশখালি প্রসঙ্গ। রাজ্যের তৃণমূল সরকারকে আক্রমণ করে মোদি বলেন, ‘‘সন্দেশখালিতে কী হচ্ছে, সারা দেশ দেখছে। তৃণমূলের পুলিশ ওদের বাঁচিয়েছে। নতুন খেলা শুরু করেছে। ওদের গুণ্ডা সন্দেশখালির বোনেদের ভয় দেখাচ্ছে। কারণ অত্যাচারীর নাম শাহজাহান শেখ। ওঁকে ক্লিনচিট দিতে চায় তৃণমূল।’’
এদিন প্রধানমন্ত্রী রাজ্যের দুর্নীতি প্রসঙ্গেও সরব ছিলেন। তিনি বলেন, ‘‘এখানে ওএমআর শিট জ্বালিয়ে দেওয়া হয়েছে। ভুয়ো ইন্টারভিউ নেওয়া হয়েছে। তৃণমূল সরকারের আমলে শুধু দুর্নীতি হয়েছে। বাংলার এই লুঠের পাইপয়সার হিসাব নেব। কাউকে ছাড়া হবে না। বাংলার ভুক্তভোগীদের বলতে চাই, মোদি আছে। দুর্নীতিগ্রস্তেরা কেউ বাঁচতে পারবে না।’’
মোদি এদিন কর্নাটকের উদাহরণ দিয়ে বলেন, ‘‘কর্নাটকে কংগ্রেস ওসিবিদের সংরক্ষণ সব মুসলমানদের দিয়ে দিয়েছে। বাংলাতেও আপনাদের সতর্ক থাকতে হবে। ভোটব্যাঙ্কের এই রাজনীতি সিএএ-র মতো আইনকে ‘ভিলেন’ বানিয়ে দিয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘বাংলায় হিন্দুদের দ্বিতীয় শ্রেণির নাগরিক করে রাখতে চান তৃণমূল নেতৃত্ব। হিন্দুদের ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়েছে। এত বড় সাহস! আদিবাসী, দলিতদের সঙ্গে অন্যায় এই দেশ মেনে নেবে না।’’
ভাটপাড়ার সভা থেকে বাংলার মানুষের জন্য পাঁচটি গ্যারান্টি দিলেন মোদি। তিনি বলেন, ‘‘ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া হবে না। তফসিলি জনজাতির সংরক্ষণ কেউ শেষ করতে পারবে না। রামনবমী পালন করতে, রামের পুজোয় কেউ বাধা দিতে পারবে না। রামমন্দিরে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত কেউ বদলাতে পারবে না। সিএএ কেউ বন্ধ করতে পারবে না।’’
রবিবার রাজ্যে পর পর চারটি সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। প্রথমেই তিনি পৌঁছান ভাটপাড়ায়। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহের সমর্থনে সেখানে প্রচার করেন তিনি।